রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২  

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২  

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হামিদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম। এরা ছাতারপাড়া এলাকার বেগুন বাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।

কুষ্টিয়া পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাঁতার পাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নওয়াব আলী এবং একই ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামের মৃত সিরাজ পেয়াদার ছেলে সুমনের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ সামাজিক আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

এরই জের ধরে গত বুধবার  সাতারপাড়া বাজারে নওয়াব আলী পরে চান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম চা পান করছিল। এ সময় সুমনের পরে হারান বিশ্বাসের ছেলে মনো মিয়া সাইফুল ইসলামকে মারপিট করে। তার ডাক চিৎকারে বাজারের লোকজনসহ সুমন পরে মো. রাসেলের নেতৃত্বে ১৫/২০ জন এবং মো. নওয়াব আলী পরে সাইফুল ইসলামসহ ১০/১২ জন ঘটনাস্থলে আসে এবং উভয় পরে মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

সংঘর্ষে নওয়াব আলী পরে রমজান মণ্ডলের ছেলে নজরুল মণ্ডল, আব্দুল হামিদ নিহত হয়। গুরুতর আহত হয় চান্দ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম, মৃত কোমর গায়েনের ছেলে আসমত আলী, সাঁতার গায়েনের ছেলে আকবর আলী, এবং মৃত আরোজ গায়েনের ছেলে  জামাল হোসেন। 

স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করে। হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে  আকবর আলীর অবস্থা অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, স্থানীয় আধিপত্য নিয়ে প্রতিরা দুজনকে কপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়েছে।

টিএইচ